এমন একটা ফুল ফুটুক
যার সুগন্ধ বাতাসকে কলুষিত করে না
যার সৌরভে সকল প্রানে প্রেমের ছোঁয়া ঘটুক।


এমন একটা নতুন সকাল হোক
যেখানে প্রবিত্র সূর্যের আলোর স্পর্শে করে
সেখানে প্রবিত্রার রোষানলে অপরাধ বিদায় হোক।


এমন একটা সমাজ তৈরি যদি হয়
যেখানে মানুষ সম্মান পাবে গুণের জন্য
তা কোনোদিন অর্থ বা বল প্রয়োগ করে নয়।


এমন একটা দৃষ্টিভঙ্গি সমাজে আসবে একদিন
যেখানে  শিক্ষার সিলেবাসে থাকবে সেই পাঠ্য
যা অসহায় দুর্বল মানুষদের ফেরাবে সুদিন।


মোদের জীবনের এমনই স্বপ্ন দেখতে চাই
যেখানে সুখের সন্ধানে সুখের পেছনে না ছুটে
আপন কর্ম ও আপন ধর্মের গুনে সুখ কাছে পাই।


এমনই স্বপ্ন আমি দেখতে চাই বার বার
সেই পবিত্র স্বপ্নময় মুহুর্তগুলো যদি আসে একবার
শিক্ষা,স্বাস্থ্য, আশ্রয়ের জন্য অর্থ না হয় দরকার।


-----------*******-----------
26/10/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা, জয়নগর।