হরি নিতাই  
       যমজ দুভাই।


ঝাঁই কত্তালে
      সুরের বেতালে।


গাইছে খেয়াল
         তাল বেতাল।


নৃত্যের তালে
        ভীষণ রোলে।


গেয়ে ফেরে
    হাটে বাজারে।


গলা চাঁচাছোলা।
      কান ঝালাপালা


জন রণরোষে
    মরমে পোষে।


একদিন তাই
     ওরা দুইভাই।


মনের ক্লেশে
    চলিল বিদেশে।


দেশের কালো
      বিদেশের আলো।

একাগ্র চিত্তে
    গানের নৃত্যে।


ভরিয়ে মন
      ধন্য জীবন।


বিদেশের শিক্ষা
           উন্নত দীক্ষা।


দিল মনোযোগ
      নাইকো অভিযোগ।


বহুদিন পরে
       ফিরিলো ঘরে,


অবাক চোখে
        সবাই দেখে।


নয়তো নগণ্য
      করিবে মান্য।


সবাই বলিল
       প্রাণ ভরিল।


করিনা খর্ব
      মোদের গর্ব।


জীবন অনন্য
         ধন্য ধন্য ।