সমস্যাটা গভীরে--
বাতাসে সত্যি কি বিষের ছোঁয়া!
প্রকৃতি বসন্তের পোশাক খুলে ফেলেছে
নিঃসঙ্গতা ছড়িয়ে পড়েছে মনের জগতে।
খোলা বারান্দায় চড়া রোদ্দুর,
নীড় হারা পাখিটা উড়ছে নেড়া গাছটার ডালে,
সবুজ গুল্ম লতার দম্ভ ফেটে পড়ছে
নিস্তেজ শুষ্ক মহিরুর করুণ পরিণতিতে।
আকাশ ছোঁয়ার স্বপ্নটা দেখতে আবার অনেকগুলো বছর পেরতে হবে ।
মানুষের হাতে সযত্নে গড়া  সুখের বাসা তছনছ হল প্রলয় কাণ্ডে,
সভ্যতার অগ্রগতি থমকে দাঁড়ায় ভীষণ প্রকোপে।


            *************


05/06/2020
বহড়ু দক্ষিণ ২৪পরগনা