আবার আসিবে শারদ উৎসব
বাঙালির আরাধ্য সুখ,
কত স্বপ্ন কত প্রত্যাশা
আনন্দে ভরিবে বুক।
ছোটো শিশু নতুন পোষাকে
মণ্ডপ আলোকিত করে,
দুঃখিনী মায়ের অকৃত্রিম হাঁসি
দুবাহু জড়িয়ে ধরে।
কত বাজনা কত আলোয়
সেজে উঠিবে প্রকৃতি,
মায়ের আগমন মর্তের মাটিতে
মহিষাসুর মর্দিনী মূর্তি।
আকাশে বাতাসে পূজোর গন্ধ
ক্রয়-বিক্রয় চলিবে বেশ,
পূজোর কয়দিন ছুটির আনন্দ
অনন্য অনুভূতির রেশ।
ধনী গরীব সকলের মনে
একই আনন্দের সুর,
শুভ দিনগুলোতে মার্তৃবন্দনায়
অঞ্জলি শ্রুতি মধুর‌।
এই আনন্দ হয়তো ধর্মীয়
কত সমালোচক বলে
সারা বছর কত মানুষের
জীবন জীবিকাও চলে।



***********
  *********
     ******
       ****
        **