মাগো, আমি যখন
খুবই ছোট্ট ছিলাম,
তখন কত দুষ্ট ছিলাম!
সারাটাদিন ধূলো মেখে,
নেচে গেয়ে দিন কাটাতাম।
তোমার কড়া শাসনেতে
ভয়টা একটু বেশি পেতাম ।
তখন লুকিয়ে যেতাম
তোমার আঁচল ছায়ার তলে।
তখন মাগো তোমার
মনটা যেত গলে
স্নেহের চুম্বন এঁকে দিতে
ছোট্ট দুটি চিবুকেতে।
তারপর আরও একটু যখন বড়ো হলাম,
যখন আমি পড়ি পাঠশালাতে,
ফিরতে একটু দেরি হলে,
মা বলতেন----
আমার খোকা কোথায় ওরে?
খবর নিতেন সবার মুখে,
সন্ধ্যা বেলায় প্রদীপ জ্বেলে
বসতে তুমি আমার অলক্ষ্যেতে।
গায়ে পিঠে হাত বুলিয়ে,
বলতে তুমি স্নেহের সুরে
খোকা আমার ছোট্ট সোনা
করো না ফাঁকি পড়াশোনা।
তোমায় বড়ো হতেই হবে,
দশের কাজে লাগবে তবে!
আমার খোকন মানুষ হবে
তখন কত গর্ব হবে।


--------------********-------------