আজ শিশু দিবস
কলকাতার শহরের ফুটপাতে
দেখি কচি মুখ।
মলিন পোশাকে শরীরে,
দেখলাম ছয় কি সাত হবে
দিদির বয়স-
ছোটো ভাইটার দুই।
ফুটপাত ওদের বারান্দা
পরম স্নেহে খাইয়ে দিচ্ছে ভাত।
তারপর খাওয়া শেষ হলে
রাস্তার পাশে ট্যাপ থেকে
প্লাস্টিক বোতলে জল ভরে
ভাইকে খাইয়ে দেয় -
মুখ মুছে ও দেয় নিজের হাতে।
আমি মুগ্ধ বিস্ময়ে চেয়ে থাকি
চোখের পাতা ভিজে যায়।
আজ শিশু দিবস !
আমরা কত মানুষ জানিই না
এই দিনটার তাৎপর্য কি!
এই বিশাল জনসমুদ্রের মাঝে
কে কার কথা মনে রাখে,
কারই বা সময় আছে
ওদের জন্য ভাববে।
__________
রচনাকাল: 14/11/2021
জয়নগর,