আমিও আছি তোমাদের সাথে ,
পথ চলতে প্রয়োজন
সামান্য আলো ।
সেটুকু হয়তো পেয়েছি
কিছুটা অভিজ্ঞতায়।
সারাদিন নানান কাজের ফাঁকে মন
কবিতার আসরের দিকে মন চলে যায়,
যেখানে আমার যত প্রাণের খোরাক,
সাজানো আছে থরে থরে,
মনের রত্ন আকর।
কত লোকের কত নেশা
মন মাতাল করে!
আমার ভবঘুরে জীবনটাকে
উপভোগ করাটা চমৎকার সুযোগ মাত্র।
শীতের ঠাণ্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে আজ!
ভোরের দিকে কাঁথা খানা গায়ে জড়িয়ে
গরম চায়ে চুমুক দিতে মন্দ লাগে না।
আজ সকালে কুয়াশার কারণে
ঠাণ্ডাটা একটু কম!
রাস্তা কুকুরগুলো পায়চারি করছে না আজ।
ওরাও বোঝে ---,
তাই গরম উষ্ণতার স্পর্শের আশায়
কোথায়ও গুঁড়িশুড়ি মেরে ঘুম দিচ্ছে,
শীতের আমেজ উপভোগের জন্য--  
মনই নেই,
কিন্তু ওরাও ভালোবাসা বোঝে !
'সম্পর্কের গভীরতা'
জীবন দিয়েও প্রতিদান দেয়।
আবার একটা নতুন সকাল!
চেচাঁমিচি, হৈ-হট্টগোল ও ব্যস্ততা।
এ-কদিন নতুন ঝামেলা বেড়েছে,
চারিদিকে শুধু রাজনৈতিক মিটিং  
প্রতিবাদ মিছিল ও সমাবেশ।
অবরোধ চলছে কোথায়ও,
রাস্তায় গাড়িগুলো সারিবদ্ধ দাঁড়িয়ে
সিগন্যাল কিম্বা মানুষের জ্যামে আটকে পড়া।
দ্রুত গতিতে সভ্যতা এগিয়ে চলছে ,
অবক্ষয় আর চোরাবালির পথে
পিছনে সামনে অন্ধকার পথ ,
অপেক্ষায় থাকি আলোর পথের সন্ধানে।
        ---------------------
21/12/2019  
বহড়ু দক্ষিণ 24 পরগনা জয়নগর।