শীতল মাটিতে ঝরে পড়েছে
         বিধাতার অপার সৃষ্টি
সেই দিকেই মোর পড়েছে  
       মুগ্ধ নয়ন দৃষ্টি।
অপরুপ এ এক ফুলসজ্জা!
       ধরনীর বুকে মিশিয়ে
পেতেছো সজ্জা কোন মায়াবী
     ভাবনা যেথায় হারিয়ে।
মিষ্টি সুভাষে বাতাস ভরেছে
        হৃদয়ে সুর লেগেছে।
নীল গগনে আবির ছড়িয়ে
     ধরনী আজিকে সাজিছে!
স্নিগ্ধ শিশিরে সবুজ তৃণদলে
         মুক্ত বিন্দু জ্বলে,
নব কিশলয়ে মুকুল গন্ধে
      ভ্রমর গুঞ্জন তোলে।
এমন মায়াবী শৈত প্রভাতে
         মন যে ছুটে যায়
প্রেমের ভিখারী দুটি করজোড়ে
       তৃষ্ণা মেটাতে চায়।
ওগো শিউলি, সুন্দরী তুমি
   আবার এসেছো অপরুপে!
তব পুষ্পমালায় ধন্য হব
     বিধাতার চরণে শঁপে।


  *************
     *********
         *****
          ***
            *
4/11/2020
বহড়ু,জয়নগর।