যখন ভাষা থমকে দাঁড়ায়
      অকল্পনীয় শব্দের মাঝে
বিদঘুটে উচ্চারণে কথা বলে  
          হৃদয়ে উত্তর খোঁজে।
শব্দের মিছিল পায়ে হেঁটে
     গলিপথ ছেড়ে রাজপথে,
বুদ্ধিগুলো কুঠুরিতে ভরে
      উড়ে যায় আকাশপথে।
কঠিন পাথরের মতো ভাষা
       শব্দচয়নের খাঁচায় বন্দী
অবোধ শিশুর মতো তাকায়
              মগজে যত ফন্দি।
শব্দের মিছিল নিঃশব্দে চলে
        বইয়ের পাতায় পাতায়
যুগ যুগান্তের শুধু ইতিহাস
      পুস্তকে সাজানো খাঁচায়।
জ্ঞানের আলোর অথৈ সাগর
         রয়েছে শব্দের গভীরে
অতি যান্ত্রিকতায় হারিয়ে যায়
      আগামী প্রজন্মের তরে।