সবার সেরা
(বিশ্বরুপ)
------------


পড়তে বসে খেলা করে
পড়া ধরলে কাঁদে,
পড়ার বিষয়ে মন দেয় না
দুষ্ট বুদ্ধি আঁটে।


অনেক বন্ধু আছে সবার
একজনই বড্ড ভালো,
সবাই যখন শাস্তি পায়
সেই ঠিক পড়া দিলো।


শিক্ষকমশাই সবাইকে বলেন
মনোযোগ দাও পড়ায়,
সবাই তখন অবাক চোখে
শিক্ষকের পানে তাকায়।


যে ছেলেটা একদিন শুনেছিল
শিক্ষকের সকল পড়া,
বড় হয়ে সেই ছেলেটা
হল সবার সেরা।


দশের কাজে দেশের কাজে
সবার আগে আসে,
জ্ঞান বুদ্ধির তারিফ করে
সব্বাই তাকে ভালোবাসে।


    ********
        
* শিশু মনকে উৎসাহ ও অনুপ্রেরণার উদ্দেশ্য
এই কবিতাটি।

          
            
08/01/2020
বহড়ু