---------------------
সময়  ( দ্বিতীয় পর্ব )
---------------------
      বিশ্বজিৎ মারিক
---------------------
সময়টা খুবই কম হাতে
অহেতুক গণ্ডগোল, কেন করো দিনে রাতে।
সময়কে কেউ কোরো না অপচয়
সময়ের মূল্য দিতে হবে নিঃশ্চয়!
কত মূল্যবান কাজ পড়ে আছে বাকি,
মিছিমিছি কেন দাও ফাঁকি।
একদিন হবে যে আফশোস,
তখন কিন্তু কাউকে দিও নাকো দোষ।
লড়াইয়ের ময়দানে আমরা সবাই সৈনিক।
সময়ের সাথে তাল রেখে চলতে হয় দৈনিক।
ঘাতকের বুলেটের আঘাত হতে করতে রক্ষা,
অস্ত্রের দ্বারা প্রতিহত করার জন্য নিতে হবে সুশিক্ষা
জীবনের এলোমেলো যাত্রাটাকে করতে মসৃণ
বাঁকা পথে ছেড়ে ধরো সহজ সরল জীবন
মুক্ত বাতাসে তুমি মুক্ত বিহঙ্গের মত
আলোর পথে উড়িবার অনুমতি পেয়েছিলে নিশ্চিত।
মহামানবের বাণীও আদর্শগুলো
একটু কর স্মরণ,
কি বলতে চেয়েছিলেন,
কেন হারালেন অমূল্য রতন।
শুধু কি চেয়েছিলেন তুচ্ছ ফুলের মালায় সম্মান
নাকি অন্য কিছু,সময় কম! থেকো না মৃয়মান।


---------------------------------------
02/11/2019 (ইং)
বহড়ু,দক্ষিণ 24 পরগনা জয়নগর
---------------------------------------