ক্লান্তিতে থেমে যেও না
সময়টা ভীষণ কম
চলে যেতেই হবে এই মায়া পৃথিবীর মায়া ছেড়ে
ভাবলে ভীষণ কষ্ট হয়।
হয়তো অজান্তেই চোখের কোনের নোনতা অশ্রু ঝরে পড়ে ঠোঁটের ফাঁকে।
সকল মনের আস্ফালন
কিম্বা আত্ম উষ্ণতার স্মৃতিটুকু সময় এসে হারিয়ে নিয়ে যায় সবকিছু।
এই সমাজের ঘৃণা আবর্জনার স্তূপের মাঝে
অবলুপ্তি ঘটবে একদিন নিশ্চয়ই !
এই ভয়ঙ্কর জীবন মৃত্যুর অহেতুক দন্দ যুদ্ধে আরও কত বীর সৈনিক দাঁতেদাঁত চেপে লড়াইয়ের প্রান্তরে আত্মবলিদান দেবে!
কিসের এতো অহমিকা!
কেন এতো কদর্য প্রতিদ্বন্দ্বিতা, ক্ষমতার অপব্যবহার!
এই পৃথিবীর সকল সৃষ্টিকে কলুষিত করে অলিক আনন্দ লুঠ করার অধিকার তো মানবের নেই!
জীব শ্রেষ্ঠত্বের এই কি নিদর্শন!
প্রেম প্রীতি ভালোবাসা এই শব্দগুলো শুধুই কি বইয়ের পাতায় সজ্জিত হয়ে রবে!
কোনো এক আবেগঘন মুহুর্তে শুধুই তার স্মৃতিচারণ!
নাকি বাস্তবের মাটিতে প্রবিত্র আলোর মতো প্রকাশ ঘটবে!
কালের আবর্ত সব চরিত্রই একদিন হয়ে যাবে পটে আঁকা ছবি।
মৃত আত্মারা বলছে শান্তির পরশ অস্বীকার কোরোনা!
হাতে গোনা কয়টা দিনের পরমায়ু,
তবে কেন এত রক্তক্ষয়?
রাতের আকাশে কোটি কোটি তারারাও কেমন মিটিমিটি হাসে আর আমাদের মূর্খতাকে ব্যঙ্গ করে।
      
          **************