অনন্ত পথ পড়ে আছে,
সময়টা  খুবই কম !
চারিদিকে সবাই যেমন  ব্যস্ত ।
এদের মধ্যে তুমিও একজন,
কালের নিয়মে সবাই আমরা বন্দী,
হৃৎপিণ্ডটাও কখন যে ছটপটিয়ে ওঠে?
বলতে চাইছে,কিছু মাঙ্গলিক কথা।
কিন্তু  ভয়ঙ্কর নিষ্ঠুর বাস্তব যন্ত্রণাও
পিছে টেনে ধরে রাখে।
কবে কোন বাল্যে সুরু হয়েছিল যাত্রা
এই সবুজের বুকে ।
তারপর অনেকটা রুক্ষ ধূষর পথ পেরিয়ে
এসেছি সময়ের হাত ধরে।
স্বপ্নের পথ পিছে সরে যায়
জীবনের অঙ্কটা মেলাতে গিয়ে
যখন কিছু কল্পনা আর বাস্তবকে মিশিয়ে
কিছু লিখতে যাই,
তখন রাতের সময়টা খুব কম মনে হয় ,
আঁখির পাতা ক্লান্তিতে বুজে আসে।
সকালের প্রথম সূর্যের আলো যখন
জানলা দিয়ে চোখের পাতায় পড়ে,
নতুন করে তখন আবার সময়টাকে মাপি
জীবনের এলোমেলো শব্দ গুলো সাজানোর চেষ্টায়।
এভাবে জীবন সংগ্রামের একটাএকটা করে
দিন মাস বছর পেরিয়ে যায়।
অপেক্ষায় প্রহর গুনি  
আবার কবে বাজবে  বিজয়ীর  ঘন্টাখানি ।


----------********-----------