মানব জীবন সুখ দুঃখ
হাসি কান্নায় ভরা
বিশ্বাস আর প্রেমের আলোয়
সম্পর্ক তৈরি করা।
এমন জীবন পেয়েও মানুষ
জীবনের মূল্য হারায়?
প্রকৃতির আলো বাতাস পেয়েও
হিংসার আগুন জ্বালায়।
নারী পুরুষ দুটি জাতী
বাকি সবই কল্পনা,
যত ভাষা যত ধর্ম
সবই মানুষের রচনা।
সূর্যের আলোয় জীবনের ছন্দ
মাটির বুকে আস্তানা।
এই সহজ সরল কথাটি
মানুষ আজও বোঝেনা!
সবাই যখন আনন্দ মাতে
একসাথে চড়ুইভাতি।
দেখেছো কখনো ঠকায় তারা
তুচ্ছ বিভেদ রীতিনীতি।
অথচ এতটুকু অনিয়মে কখনো
ঠোকাঠুকি হয় ঘটি বাটি
ভীষণ রাগে লঙ্কাকাণ্ড
অস্থায়ী দাঁত কপাটি।
নিজেকেই ভাবে সর্ব জ্ঞানী
স্বার্থ হারালে কম্পমান,
চোখ রাঙিয়ে আর বজ্রাঘাতে
স্বজাতিকেই করো অপমান।


  ***********