সোনালী অতীত


কলমে -----বিশ্বজিৎ


কোথায় হারিয়ে গেল সেইদিন
হাসি কান্না মজা
যাত্রা নাটক গাজন তলায়
খেতাম পাঁপড় ভাজা ।
পুকুর পাড়ে বনের ধারে
উড়তো কত পাখি
দিন রাত্রি মনের সুখে
করতো ডাকাডাকি।
ঝম্ ঝমিয়ে বৃষ্টি ধারায়
আসতো যখন ধেয়ে
ছুটির পরে স্কুলে থেকে
ফিরতাম বাড়িতে নেয়ে।
সপ সঁপিয়ে পড়তো বারি
শরীর থেকে বেয়ে।
মা আসতো ভীষণ রেগে
লাঠি হাতে  নিয়ে।
শীতের রাতে পাড়ার মাঠে
বসতো পুতুল নাচ
মনের জগতে খুশির শিহরণ
হারায় কোথায় আজ!
শিশুর মনটা বন্দি খাঁচায়
মোবাইল গেমে মিশে  
সবুজ খোলা মাঠে তারা
খেলেনা আর এসে।
সবই আছে আগের মতন
যুগটা গেছে পাল্টে
ছবির মতোই পটে আঁকা
অতীত স্মৃতির তটে।
এইসব কথা গল্প হয়েই
বইয়ের পাতায় থাকবে,
অতীত সোনালী স্মৃতির আলোয়
দুঃখ প্রকাশ করবে।
মানুষ এখন ব্যস্ত খুবই
সময় কষেই চলছে
অলিক নেশায় বুঁদ হয়ে
কঠিন পীড়ায় ভুগছে।
************