বছরের শেষ লগ্নে  
উঠানের রোদে পিছন ফিরে
শরৎবাবুর উপন্যাস গুলো পড়ে ফেলা!
মনে পড়ে তোমার সেই দিনের
টুকরো টুকরো স্মৃতিগুলো!
জানি তোমার এখন আর
কিছুই মনে পড়ে না।
অনেক ভরে কুয়াশার ভিতর দিয়ে
হেঁটে যেতে যেতে
একটুখানি একচিলতে রৌদ্র দেখে
তুমি আনন্দে সেদিক পানে ছুটে যেতে যেতে
আলতো করে আমার হাতটা ছুঁয়ে দিয়ে
ঠোঁটের মাঝে মুচকি হাসি!
তোমার সেই সব মুহূর্তের স্মৃতিকথা
এতটুকু মনে পড়ে না!
তুমি মেঘেদের দেশে হারিয়ে গেছো,
উতপ্ত লালসার মিশ্রণে দ্রবীভূত
অদৃশ্য সেই সব ভালো লাগা অতীত।
কনকনে হাড় কাঁপানো শীতে
শুকনো পাতার আগুনে
পাশাপাশি শরীরকে গরম করার ব্যর্থ চেষ্টা।
চোখে মুখে ধোঁয়া লাগে তবুও
বারংবার ফুঁ দিয়ে নিভে যাওয়া আগুনটাকে
যতটুকু সম্ভব জ্বালিয়ে দিয়ে
কি অপরিসীম তৃপ্তির অনুভুতি।
মনে পড়ে  কি তোমার ?
ওই সোনালী রঙের মুহূর্তগুলো।
জানি তোমার কিছুই মনে পড়ে না,
শীতের মর্শুমি ফুলের মেলায়
রঙের বৈচিত্রের মাঝে তোমাকে খুঁজে মন
ক্ষণিক মুহূর্তে কোনো এক শৈতের মেঘলা বেলায়।
    ____________
রচনাকাল : 10.12.2021
জয়নগর