সুখকে করি আমন্ত্রণ -----
           ( বিশ্বরুপ )
--------------------------------------------
    *(বর্তমানে অধিকাংশ মানুষের মুখে হাসি নেই
       কর্মচঞ্চল জীবন কি অপরিসীম নেশায় ছুটছি
       মন থেকে অনাবিল আনন্দ হারিয়ে যাচ্ছে ।)
---------------------------------------------


কত আশা,স্বপ্ন ছিল মনে,
মুখে হাসি নেই-‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌---
দুশ্চিন্তায় অতিষ্ট মন
চোখে-মুখে হতাশার প্রকাশ
ব্যর্থতার দায় বয়ে বেড়াই সংক্ষিপ্ত জীবন।
এভাবে নিজেকে বার বার শুধুই কেন ঠকাই?
সময় খুবই কম----
ভুলে যাব সকল অভিযোগ।
ক্ষমা করে দাও অপ্রিয় স্মৃতিটুকু অন্তর হতে,
পৃথিবীর রুপ-রস-গন্ধ সবটুকু নিগড়ে নেব।
জীবনকে আনন্দময় করে তুলতে চাই
রাজার মতন--
হলই বা অল্প আয়োজন।
সেতো আপন কর্মে
সৎ পরিশ্রমের উপার্জন।
অর্জিত অমূল্য সম্পদটুকু নিয়ে
নিজেকে আনন্দের মধ্যে
ভাসিয়ে রাখতে চাই সর্বক্ষণ।
মানুষ হয়ে গাধার মতো বেঁচে লাভ নেই!
পরম আনন্দে বাঁচিতে চাই আমি
কারণ মৃত্যুতে আমার কোনো হাত নেই।


-----------------------------
26/11/2019
বহড়ু দক্ষিণ 24 পরগনা জয়নগর।