উদাসী মন অজস্র আঁখি
সুস্থ পরিবেশ খুঁজে,
সবকিছু আজ অনিয়ম দেখি
যত অপকর্ম কুকাজে।
বিশুদ্ধ জল বিশুদ্ধ বাতাস
আজকে বড়ই অভাব,
যুগ পরিবর্তনে সবই পাল্টায়
পাল্টায় না স্বভাব।
সম্পর্ক আর বিশ্বাস যেখানে
স্বার্থ জড়িয়ে থাকে,
সেথায় ছেড়ে চলরে সবাই
সবুজ অরণ্যের বাঁকে।
যেখানে রামধনু সোহাগ ভরে
আঁচল জড়িয়ে থাকে,
বৃষ্টি ভেজা সন্ধ্যার আকাশে
জোস্নায় লজ্জা ঢাকে‌।
সেখানেই আছে নির্মল আলো
শান্তি প্রেমের নীড়
সব মলিনতা ধৌত করাতে
অবতীর্ণ হও বীর।
.......................