স্বাধীনতার পরেও আজও কেন অতৃপ্ত ক্রন্দন,
আকাশে বাতাসে জলে স্থলে অন্তরীক্ষে।
রক্তঝরা কত শত দূঃস্বপ্নের পথ পেরোতে হবে?
কই এখনো তো নিশ্চিন্তে ঘুমাতে পারি না কেন?
শস্য শ্যামলা ধরনীর বুকের ওপর
আর কত ধর্ষিতা নারীর মৃত্যুর কবর খোঁড়া হবে!
স্বাধীনতা তোমার জন্যএকদিন
প্রথম শহীদ হয়েছিলেন বীর ক্ষুদিরাম!
ফাঁসির মালা গলায় পড়েছিল।
আজ ক্ষমতার লোভে মসনদে কারা?
দস্যুবৃত্তি কেন চলে?
মেহনতির দল ফেলে কেন চোখের জল?
তুমি চুপ থাকো কেন এখনও ?
স্বাধীনতা? শিক্ষা আজ অর্থের দামে
বিকোয় কেন পণ্যের বাজারে?
বুদ্ধিমান কি জন্মায় শুধু ধনীদেরই ঘরে?
স্কুলছুট ছেলে ক্ষুধার জ্বালায়
নাম লেখায় কেন মুটে মজুরের দলে?
এই স্বাধীনতাতো আমরা চাইনি!


নব সভ্যতার ভিত রচিবো আজিকে
পুনঃ শৃঙ্খলিত করো মোদের।
রক্তচোষা বিভীষণদের দিতে চাই
ভদ্রভেসের ছদ্মবেশী মুখোশটি খুলে।
আজ আকাশে বাতাসে শুনি বিষাদের সুর,
ঘুম নেই কারো চোখে।
হে নেতাজি এ কোন সভ্যতার স্বপ্ন দেখালে,
কর্মশূন্যতায় ভোগে অগনিত জনগণ
আতঙ্ক চোখে তাদের চোখে মুখে।
প্রলয় কাণ্ডে ভীষণ তান্ডবে হোক না লন্ডভন্ড।
ভাঙে ফেল খান খান করে,
সব বিভীষিকা, যত দুর্নীতির
হোক অবসান চিরতরে।


***********
রচনাকাল: 17/08/2022