ভাষা ও মনের সন্ধি
                 করেছি আজ বন্দী।
চোখের কল্প ভাষা  
                মনে জাগায় আশা।
মায়াবিনীর প্রেমের আঁখি
                  হিমেল পরশ মাঁখি।
চলতে পথের বাঁকে
               দেখে ছিলাম তাকে।
বৃষ্টি মাদল ধ্বনি
             হৃদয় তরী খানি।
সবুজ বনানী ডাকে
              এই অশান্ত মনটাকে।
প্রবল প্রচণ্ড ঝড়ে
              শঙ্কিত কপোত নীড়ে।
প্রবল বেগে বারি
              মেঠো পথ ছাড়ি।
সবুজ বনানী ঘেঁসে
            ছোট্ট ডোবায় মেশে।
সেথায় কঞ্চির বেড়া
             চাষীর বাগান ঘেরা।
দূর দিগন্তে বিস্তৃত  
              মেঘের কোলে সজ্জিত।
সৃষ্টি সুখের আশায়
             জীবন মন ভরায়।
সপ্ত রঙের রেখা
             মনের আকাশে আঁকা।
জীবনের যত কথা
              অন্তরেতে ছিল গাঁথা।
মনের দুয়ারে আসায়
              বেঁধেছি ভালোবাসায়।

   <-----****----->