মনের কষ্ট
পরিণতি ঐ চোখের জল,
কেন ভাবছো
এ তোমার ব্যর্থ কর্মফল।


চারিদিকে দেখ
হাজার কষ্টে চাপা বুক,
তবুও কেমন
তপ্ত বাতাসেও হাসি মুখ।


গভীর অরণ্যে
ফোটে কত রঙীন ফুল,
জীবন মানে
সুখ-দুঃখ ভরা জীবকুল।


যাকিছু দেখেছো
এই জীবন চক্রে সাজানো
অলিক নেশা
মায়ার বাঁধনে শুধুই জড়ানো।


কেন তবে
এতো হানাহানি আর বিদ্বেষ
ভালোবাসার ছাড়া
আছে কোন স্বর্গের দেশ?
     _________