ঠকবাজ চেনা কঠিন
           বিশ্বরুপ
----------------
একাগ্র দৃষ্টিতে ডাঙায় দাঁড়িয়ে  
ছোটো মাছগুলোই গিলছে!
সরু দুটো ঠ্যাঙ বাড়িয়ে
নিঃশব্দে সে চলছে।


কুয়াশায় ঢাকা দেখি চারিদিক
বক মহাশয় দাঁড়িয়ে,
শুভ্রদেহ দেখে মনে হয়-
অপরুপ শোভা আহারে!


দুর্বল বলেই গিলে খায়
ক্ষমতার প্রয়োগ করে।
এমনই কর্ম কতই ঘটে
বুঝেও কুলুপ আঁটে।


বাহির হতে বোঝা কঠিন!
অন্তর কত শুভ্র!
মানুষ রুপে চলাফেরা করে
শয়তানও কত ভদ্র!


কোনটা আসল কোনটা নকল
বোঝাই বড় দায়!
সাজ পোশাকে আবৃত রাখে
ছলনাতে মন ভোলায়।

-----------------
24/02/2020
বহড়ু