প্রকৃতির সব কিছু,আগের মতোই ঠিকঠাক আছে
প্রতিদিন সকাল হয় অন্ধকার ফেলে পিছে!
পাখিরা গোধূলির আলোর স্পর্শে আনন্দে ছোটে;
সকালের সূর্যটা ঠিক প্রতিদিন পূর্ব দিকেই ওঠে,
সাজানো সবুজ প্রকৃতি ঐ প্রখর সূর্যের আলোতে উদ্বিপ্ত হয়!
কিন্তু হঠাৎ কোথা হতে এল  এ বিষাক্ত প্রলয়!
মানবের মন প্রাণ কর্মজীবন বন্দীদশায় বাগ-বিতণ্ডায় কাটে।
ভদ্রতার মুখোশ পড়ে সারাদিন ষড়যন্ত্রের ফন্দি আঁটে।
.সব কিছু ঠিকঠাক চলছে সকাল বিকাল
শুধু মানুষের কু-কীর্তি চলছে অনন্তকাল।।


    -------'xxxxxxxxxxxxxxxc-------