টিকিট


কলমে-------বিশ্বজিৎ মারিক


পড়ে আছে পথের ধূলায়
       মূল্যহীন একটুকরো কাগজ
ছিলাম তোমার পাড়ের কড়ি
            আমিযে রক্ষা কবজ।


দূরত্ব সময় হিসাব কষে
      কালো অক্ষরে লেখা!
আমার বুকে রেখেছো এঁকে
        মূল্য নির্ধারিত সংখ্যা।


সম্পর্কের বন্ধনে মায়ার টানে
        শৈশব পেরিয়ে বার্ধক্য
হাসি কান্নার নাট্য মঞ্চে
       জীবন যুদ্ধেই পার্থক্য।


যাত্রা পথের লম্বা লাইনে
      অঙ্কটা যায়না মেলানো  
সৌভাগ্যের ফসল একটি টিকিট
      বিধাতার হাতেই বানানো।
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲


27/11/2020
বহড়ু,জয়নগর দক্ষিণ ২৪পরগনা।