মানীর কদর কজন করে,
বলশালীকে সদা ভীষণ ডরে।
যদি থাকে জমা প্রাচুর্যের পাহাড়
দম্ভে পা মাটিতে পড়ে না তাহার।


সত্য সুন্দর চির অম্লান রবে,
আশমানে ঐ ভানু-শশী উদিত হবে।
তোমার আমার সঞ্চয় যত ধন,
মায়াজালের বাঁধনে আছে যতক্ষণ।


মোহের টানে নেশার মতো বাঁকা হাসি
অন্তঃসারশূন্য স্বার্থ পূরণ সম্পদরাশি।
শূণ্য হাতে প্রেমের পাত্র অবাক বিস্ময়!
জীবনপথে সময় কাটে কর্মেই পরিচয়।
           ------------


16/11/2020
বহড়ু,জয়নগর।