অতি নগণ্য তুচ্ছ বলে
             দিও না মাড়িয়ে আমায়,
মাটি-জলেতেই বেঁচে আছি
                তব স্নেহের ছোঁয়ায় ।


সূর্যের আলোয় সোনা রঙ মেখে
                সোনার গহনায় অঙ্গ সাজাই
মাটির সুধারসে যে কদিন থাকি
                  ধূধূ প্রান্তরে খুশি ছড়াই।


জানি আমি তোমার শরীরে
             আছে অনেক শক্তিবল,
ঝড়ঝঞ্ঝা কভু পারে না
            করতে তোমাকে দুর্বল।


তোমার বুকে কতজীবন বাঁচে
                       নিরাশ্রয়ের তুমি আশ্রয়,  
আমি যদিও ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নই
                 শস্যকণায় সঞ্চিত হই গোলায়।


মৃত্যুর পরেও আমাকে দিয়ে
                কত প্রাণ পেট ভরায়,
জীবনীশক্তির রসদ নিয়ে
              জন্ম নিয়েছি এই ধরায়।


মোর ভালোবাসা ও মনের কথা  
                       হৃদয়ে গেঁথে রাখি,
সুদে-আসলে মিটিয়ে দেব
                সেইদিনের অপেক্ষা থাকি।


প্রলয়ের কোপে ছিন্নমূল হয়ে যদি আস
             এই দেহের উপর পাতা হবে তব শয্যা,
অভিমানে মুখটি লুকিয়ে রাখ
              আমার বুকে ঢাকতে তোমার  লজ্জা।


শত অবজ্ঞার পাহাড় পেরিয়ে
                 আমি আপন নীতিতে চলি,
নবারুণের তরে স্বপ্ন জাগিয়ে
                খুশির আলোর বাতি জ্বালি।


---------************-------------
14/11/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা, জয়নগর।