তুমি এসেছিলে যেদিন
তনুমন ভরে উঠেছিল পুলকে সেদিন,
শরতের আকাশে শুভ্র বলাকা ডানা মেলে
শিউলি ফুলের সজ্জা পেতেছিলেম উঠোন তলে।


তুমি এসেছিলে যেদিন
বর্ষণমুখর আকাশের বুকে এসেছিল সন্ধ্যা সেদিন,
উদাসীন চোখের পাতায় দেখেছিলেম স্বপ্ন রঙীন,
জল থৈ থৈ ধূ ধূ প্রান্তর প্রকৃতিও ছিল উদাসীন।


তুমি এসেছিলে যেদিন
পাতাঝরা বৃক্ষশাখায় বসন্ত এসেছিল সেদিন,
হাসনুহানা, পলাশ, কৃষ্ণচূড়ার দল খুশিতে মাতাল
বসন্তের দূত পেয়েছিল নতুন করে সুর-ছন্দ-তাল।


তুমি এসেছিলে যেদিন
তুষার শুভ্র গিরি শীতল স্পর্শে নিদ্রিতছিল সেদিন,
শরীরের উষ্ণতার খিদে আঁকড়ে ধরেছি যাকে
রেশমি চাদরের মতো একান্তে বেঁধেছিলেম তাকে।


তুমি এসেছিলে যেদিন
প্রখর দাবদাহে প্রাণ সংশয় হয়েছিল সেদিন,
ধূসর মাটিতে দেখেছিলেম তব তলোয়ারের ক্ষত
তৃষ্ণার্ত প্রাণ শীতল পরশ পেতে ব্যর্থ হয়েছে কত।    


তুমি এসেছিলে যেদিন
কত না আনন্দ উৎসবে মেতেছিল সবাই সেদিন,
কত প্রেম, কত ভক্তি,কত স্বপ্ন জাগিয়েছিলে মনে
অপারস্নেহ চুম্বন দিয়েছে প্রকৃতি প্রতি জীবন্ত প্রানে।


         --------********---------
16/10/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা