ভালো লাগে
খুব ভালো লাগে তাই
তোমার কথাই শুধু ভাবতে,


তুমি আমাকে
স্বপ্ন দেখতে শিখিয়েছিলে
নুতন সৃষ্টি আনন্দ-সুখেতে।


ভালো লাগে
তোমার মধুর সুর ধ্বনি
কান পেতে শুনি সুখের নিদ্রায়,


তুমি আমার
জীবনকে নুতন করে চিনিয়েছিলে
তাই মন তোমাকেই ভালবাসতে চায়।


ভালো লাগে
তোমার মনের গভীর ভাষায়
মাতিয়ে রাখতে চাই মন প্রাণ


তুমি আমার
বাঁচার আনন্দ দিয়েছিলে ক্ষুদ্র প্রাণে
তাই পারবোনা তোমাকে করিতে অসম্মান।।



তুমি আমার
এ দেহের লাল রক্তে মিশে গেছো
প্রকৃতির ঐ নীল অম্বর রঙে নয়নে মেখে,


ভালো লাগে
তাই তোমার সবুজে মিশে থাকি
সার্থক জনম তাই  ভালোবাসি বাংলাকে।


        ---------------------
০১/০৮/২০২০ ইং
বহরু জয়নগর পশ্চিমবঙ্গ।