*উদাসী মন*


কলমে _________বিশ্বজিৎ


উদাসী মন হারিয়ে যায়
গতানুগতিক চলমান স্রোতে,
অতৃপ্ত কামনা হাতড়ে বেড়ায়
একলা মনে নির্জনেতে।
কঠিন ব্যস্ততায় মন ছন্দহীন
অশান্ত প্রকৃতি বে-রঙিন,
আলোর পথে হেঁটেছি কতদিন
তবুও হৃদয় উদাসীন।
ক্লান্ত পাখি কুলায় ফিরে
সিক্ত পল্লব নীড়ে
অশান্ত ঝোড়ো হাওয়া তারে
নিয়েছে সকল কেড়ে।
উদাসী বাউলের মেঠো সঙ্গীত
তার কণ্ঠেও ঝরে
সোনালী অতীত আঁখির কালোয়
অশ্রু হয়ে পড়ে।
নির্মন বাস্তব এটাই জীবন
বোঝেনা অবুঝ মন
তবুও হেথায় প্রেমহীন খেলা
কেনো চলছে অনুক্ষণ!
___________'


বহরূ জয়নগর।