বাজারের প্যাকেট টা হাতে নিয়ে
হন্তদন্ত হয়ে বাজারে চলেছে
এক মধ্যবিত্ত বাঙালি ।
স্কুলের বাল্য বন্ধুর সাথে দেখা-
কতদিন পর তোর সাথে দেখা হল!
কেমন আছিস তুই?
অনিচ্ছা সত্ত্বেও বলতে হয় ভালো!
এই শব্দগুলোর মধ্যে কেমন যেন
আদর আদর  মেশানো অনুভূতি,
পরিবেশ পরিস্থিতিতে কখন মনে হয় অসহ্য ।
সময় কেমন কাটছে?
ভালো আছিস?
এই কথাগুলো শুনলে
মনের মধ্যে চাপা অসন্তোষ ক্ষোভের সৃষ্টি হয়।
কথাগুলো মধ্যে যেন ব্যঙ্গ বিদ্রুপের শ্লেষ ,
আজ সকাল থেকে টিপ টিপ অসহ্য বৃষ্টি
আর রাস্তাটা বিচ্ছিরি রকমভাবে
কাদায় কেমন প্যাচপ্যাচে,
মনের মধ্যে একটা বিরক্তিকর পরিস্থিতি।
ছোট্ট মেয়েটা সর্দি জ্বরে
কেমন হাঁসফাঁস করছে,
হটাৎ লোডশেডিং! অসহ্য!
মায়ের বাতের ব্যথাটা আবার বেড়েছে !
সারারাত যন্ত্রণায় ছটফট করেছে,
ভোরের দিকে হয়তো ঘুমিয়ে পড়েছে ।
ছোটো ছোটো মধ্যবিত্ত পরিবারের
এইত প্রতিদিনের অত্যন্ত বাস্তব মুহুর্ত
এই অনুভূতিগুলোকে সঙ্গে নিয়ে বাঁচতে হয়!
এরই মধ্যে সামনে পুজো
খরচের একটা ফর্দ চলে আসছে সামনে
এবারের পুজোর বোনাসটা পেতে একটু দেরি হচ্ছে,
গৃহিনী কাল বলছিল গত বছরের পুজোতে
সবাইকে নতুন পোশাক দেওয়া হয় নি ।
এ বছর যদি পার দেখ!
পরিচিত আপনজনদের মুখে
খুশির আনন্দ দেখতে
এই বাঙালি ভালোবাসে,
কিন্তু স্বপ্ন কখনও অধরাই থেকে যায় ।
মনের মধ্যে চাপা দুঃখ চেপে
বললাম বেশ ত সামনে যে ছুটি টা পড়বে
রোব্বার চল না পুজোর কেনাকাটাটা সারি?
আমার কথায় গৃহিনীর মুখে হাল্কা হাসির রেখা
কিন্তু সাময়িক, ও বোঝে বর্তমান আর্থিক পরিস্থিতি।
এইভাবে আমরা মধ্যবিত্ত সমাজ ভালো থাকি,
ভালো থাকতে বাধ্য হই ।
কারণ এটাই মধ্যবিত্তের স্বাভাবিক জীবন।।


--------*******-------