ভালো থাকার মন্ত্র
        কলমে---------বিশ্বজিৎ মারিক


ভালো তোমায় থাকতে হলে  
প্রাণ খুলে হাসো,
মনের দুশ্চিন্তা ঝেড়ে ফেল
জীবনকে ভালো বাসো।
শরীর ঠিক রাখার জন্য
বিশুদ্ধ জল খাও
খোলা আকাশের নীচে এসে
মুক্ত হাওয়া নাও।
অল্প আহার গ্রহণ কর
শরীর থাকবে ভালো,
সবাই তোমায় ভাসবে ভালো
সত্য কথা বলো।
নিজের কথা বলার আগে
শোনো অন্যের কথা
নিজের দুঃখ ভুলে গিয়ে
বোঝো অন্যের ব্যথা।
অলিক ভাবনা ছেড়ে দিয়ে
বাস্তব জগতে থাকো
নেশার মতই টাকার জন্য
বৃথাই ব্যস্ত রাখো।
সহজ সরল জীবন পথ
আনন্দ খুশিতে ভরা
জটিল কুটিল আকাশ কুসুম
ক্ষণিক স্বপ্ন অধরা।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত
যেজন নিতে পারে,
সাফল্য আসবে আপন নিয়মে
ভালো কর্ম করে ।


-----------@@@@@@----------