*ভালো থাকতে চাই*


                      -------বিশ্বরুপ


আমি না ভালো থাকতে চাই
কিন্তু ভালো থাকতে পারছি কই!
চারিদিকে ছড়িয়ে রয়েছে   অজস্র ঝামেলা
কত রকমের সমস্যা!
এই ঝামেলা কিম্বা সমস্যা
কেমন অক্টোপাসের মত
আষ্টেপিষ্টে বেঁধে ফেলেছে আমাদের জীবনকে।
এই বাঁধার পাহাড় কেটে
সমস্যাবহূল জীবন থেকে  বেরিয়ে আসতে অনেকটা সময় হারিয়ে যায়।
জানি ঝামেলা ছাড়াই জীবন নিষ্প্রাণ স্থবিরের মতো।
জীবনটাকে যেন একটা রঙ্গমঞ্চের
অভিনেতার মতো মনে হয় কখনও।
দায়িত্ব, বোঝাপড়া, দুশ্চিন্তা কিম্বা অসফলতায় হতাশার ছাপ চোখে মুখে স্পষ্ট।
আমি না ভালো নেই আগের মতো!
আমি ভালো থাকতে চাই
কিন্তু থাকতে পারছি কই!
তবুও চলতে হবে এই সমস্যা ভরা জীবন নিয়ে ভীষণ কান্না পেলেও হাসতে হয়!
পাছে অন্যের কাছে ধরা পড়ে যাই।
প্রতিনিয়ত আমরা সবাই ,
নিজের মনের দুর্বলতার সাথে,
নিজের বিবেকের সাথে,
লড়াই করে চলতে হয়।
আমি ভালো নেই এটাকে গোপন করে
হাসিমুখে বলতে হবে আমি খূব ভালো আছি।
আমি না ভালো নেই কিন্তু
ভালো থাকতে চাই !


           --------------
  ১৯|০৮|২০২০
বহড়ু জয়নগর