ভালোবাসার স্মৃতিপট


তুমি আমার বাহিরের স্বরূপটা দেখে
একরাশ ঘৃণা ছিটিয়ে ছিলে,
আমি কিছু মনে করিনি;
অনুভব করেছিলাম -
তুমি একদিন বুঝবে
সেদিন হয়তো আমি মহাশূন্যের পথে,
পিছনে পড়ে থাকবে আমার কিছু বিস্মৃত অতীত।
হয়তো গৃহ কনে বসে বিনিদ্রতায় কাটাবে
অজান্তে দুফোঁটা অশ্রুতে,
ভিজে যাবে তোমার চিবুক।
ঝরে পড়বে মাটিতে ওই ফেলে
আসা অভিশপ্ত চেনা টুকরো টুকরো স্মৃতিগুলো।
হাজার ব্যস্ততার মাঝে
আমি তোমার হৃদয়ের ক্ষণিক যন্ত্রনা হয়ে ধরা দেব।
ভুলতে চেষ্টা করেও ভুলতে পারবেনা এতটুকু।
জোস্নার রাতে আলোর সমুদ্রে
সাঁতার কাটতে কাটতে দেখবে-
আমার ক্ষত-বিক্ষত বিবর্ণ অববয়,
জলছবি হয়ে তোমার চেতনায় জাগ্রত হবে আবার।


    --------********-----------
রচনাকাল: ৯ই অগ্রহায়ণ ১৪২৮