নকল থেকে হও সাবধান
চলছে প্রচার জোরদার,
রঙিন কাগজ মুড়ে দিয়ে
চলছে ভেজাল কারবার।
দামী মানুষের দামী কথা
বারে বারে শুনি,
বিজ্ঞাপনের জন্যই তো আজ
লক্ষ টাকা গুনি।
আসল স্বাদ পাইনা কোথাও
মুখরোচক সবই,
তাল মিলিয়ে চলতে হচ্ছে
ঔষধ সেবন জরুরি!
বেচেঁ থাকার জন্য মোরা
বৃথা চেষ্টায় মরি!
জল আলো বাতাস টাকেও
বাক্সে বন্দী করি।
মনের শান্তি শুকিয়ে গেছে
চোরা বালির স্রোতে,
ব্যাস্ত হয়ে পড়েছি সবাই
হাতে না মেরে ভাতে!
সৎ অসৎ গুলিয়ে ফেলি
দুশ্চিন্তার শক্ত গেরো,
অর্থের পাল্লায় ওজন চলে
বৃথা তর্ক করো।
..................
08/04/2022
বহরু, জয়নগর