---ভল্টুর বিয়ের কেলোরকীর্তি ----


আহ্লাদে আটখানা হয়ে ভল্টু একাকী চলেছে হেঁটে  
ভোরের আলো ফোটার আগেই পৌছবে সে হাটে।  


কিনবে সে আজ টোপর পাটাশি বরকনের সাজ,
বাড়ির মেয়েরা হলুদ বাটবে,সবাই ব্যস্ত আজ।


নতুন বৌয়ের মুখ দেখবে দিয়ে বেনারসী শাড়ি।
বৌ আনতে ভাড়া করেছে লাল মারুতি গাড়ি।


গায়ে হলুদের তত্ত যাবে এটাই বাড়ির রেওয়াজ,
সকাল হতেই শোনা যায় ঐ সানাইয়ের আওয়াজ।


সারা গ্রামের মানুষের ঘরে আজ রান্না হবে বন্ধ
সবাইকে সে শুভবিবাহের পত্রে করেছে নেমন্তন্ন।


ধীরে ধীরে সন্ধ্যা নামে সবাই নতুন সাজে তৈরি
হটাৎ হা রে রে আওয়াজ উঠে ডাকাত এল বাড়ি।


চিৎকার আর বোমার আওয়াজে চারিদিক অন্ধকার
আতঙ্ক আর উত্তেজনায় সবাই ভয়ে করে চিৎকার।


এমন সময় ভল্টু বিকট শব্দে গলা ফাটিয়ে বলে
কেমন মায়ের দুধ খেয়েছিস দেখি সামনে এলে।


সবাই তখন পালিয়ে গেছে যে যার আপন ঘরে
ভল্টু একা দাঁড়িয়ে বীরের মতো শক্তলাঠি ধরে।


ডাকাতরা সব পালিয়ে গেছে শুধুই প্রাণ হাতে নিয়ে
ধন্য ধন্য করে সবাই ভল্টুর একক বীরত্ব জয়ে।
-------------------------------------------
08/02/2020
বহড়ু