আধো অন্ধকারে আচ্ছন্ন চারিদিক
বাতাসের সাথে মিশেছে সুবাসিত আঘ্রান ।
আকাশের নিচে শুভ্র নক্ষত্রের দল যেন
মাটিতে মেলেছে শয্যার মেলবন্ধন ।
নুপুরের ছন্দে নর্তকীর নৃত্য পরিবেশন ।
ক্ষনে ক্ষনে আলোর ঝলক পড়ছে দূর্বা দলে,
অপরূপ নৃত্য নাট্যের মহড়া চলছে নাট্যমঞ্চে
খোলা বারান্দায় দাঁড়িয়ে দু চোখ মেলে দেখি
অন্ধকারের বুক চিরে ঝিঝির একঘেয়েমি শব্দ।
দূর থেকে ভেসে আসছে মসজিদের আজান।
রাত্রি অবসানে ভোরের আলো ফোটার আগেই
চারিদিকে ঘুমিয়ে থাকা প্রানের মধ্যে জেগে ওঠা একটা আবেগ জড়ানো অনুভূতির প্রকাশ।
ছোট্ট শিশুর মৃদু ক্রন্দনের আওয়াজ,
কুকুরের হঠাৎ চিৎকারে।
শিশুটি আবার ঘুমিয়ে পড়ে ,
মায়ের মুখে ঘুমপাড়ানি গান শুনতে শুনতেই ।
সিঁদুর রঙা টিপ পড়ে ধরিত্রী আবার জেগে ওঠে,
নতুন একটা জীবন নতুন দিনের সূচনায়।


---------*******---------