কাছ থেকে দূরে গেলে,
বেড়ে যায় সম্পর্কটান।
জাইলেম দ্বারা বাহিত জল
পৌঁছে যায় সম্পর্কের শিরা-উপশিরায়।
আপন মনে পাখিরা যতই দূরে যাক
বাঁসার টানে ফিরতে তাদের হবেই।
মায়ার জাল থেকে মাকড়সার জালকে
আলাদা করতে পারিনি আজও।
দিশেহারা জাহাজের মতো
হন্যে হয়ে কূল খুঁজে মরি।
আত্মার সঙ্গে আত্মীয়ের বন্ধন
তিক্ত হতে হতে
আশ্রয় নেয় নিমপাতায়।
তবুও আত্মীয়কে দূর থেকে
ভালোবেসে যাই অবিরত।