জীবনের মরুপথ ধরে হাঁটতে হাঁটতে-
শেষ হয়ে আসে দিনের আলো।
সম্পর্ককে টিকিয়ে রাখতে
ইনসেলবার্জের মতো চলে,
বেঁচে থাকার সংগ্রাম।
পাথরের গায়ে ফোটা,
নাম না জানা ফুলটিও -
একদিন আর কোনো ফুল,
পারে না ফোটাতে।
নীরব রাতও বুকচাপা অভিমান নিয়ে কাঁদে।
সে কথা কেউ জানে না,
জানে শুধু নিকষ অন্ধকার।
নিউরোন যত বেশী আবেগী হয়
সম্পর্কের বয়স তত বাড়ে।
ঠিকানা ঠিকানাতেই থেকে যায়,
যায় না সেখানে পৌঁছানো।