হলদে হয়ে যাওয়া গোধূলির আলোয়,
সম্পর্কেরা খেলা করতে করতে -
হারিয়ে যায় দিগন্তরেখার ওপারে।
শিউলিভেজা ঘাসের আগায়
খুঁজে মরি প্রিয়ার চোখ।
বীজের মধ্যে লুকিয়ে থাকা-
মহীরুহের স্বপ্ন,
ঘুমিয়ে পড়ে চিরঘুমে।
ক্যাকটাসী ঝাপট খেতে খেতে,
থমকে যায় জীবনের গতি।
পেরিগি অবস্থানে কাছে এসেও-
নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে
ছিটকে যাই কয়েক আলোকবর্ষ দূরে।
পরাশ্রয়ী হয়ে বেঁচে থাকে সম্পর্ক।