নিঃস্তব্ধ হয়ে যাওয়া-
মনের আনাচে কানাচে
আজও শুনতে পাই,
ধুলোমাখা পিয়ানোর সুর।
সঞ্চারী আর অন্তরা কোথায় যেন গেছে হারিয়ে।
ভুলের মাশুল মেটাতে-
থমকে যাওয়া সময়ের গান ধরি।
সরগম এলোমেলো হয়ে যায়,
পারি না গাইতে।
বহুদিন অব্যবহারে সম্পর্কের রঙ গেছে চটে,
জমেছে ধুলোর স্তর।
সম্পর্ক হারিয়ে যায় সম্পর্কতেই,
থেকে যায় তার ইতিকথা।