সম্পর্ক(সিরিজ -পাঁচ)
__________________
         -বিশ্বজিৎ বৈদ্য


অভিমানী বাতাস-
ছড়িয়ে পড়ে শিরা-উপশিরায়।
সিস্টোল-ডায়াস্টোলের তালে,
তাল মেলায় হৃৎপিণ্ড।
নেই ক্লান্তি,নেই বিশ্রাম...
আছে শুধু ছন্দ।
ছন্দ হারিয়ে -
সেও একদিন হয় স্তব্ধ।
সম্পর্কনামাতে লেগে থাকে,
কাজললতার শেষ কাজলচিহ্ন।
তবুও কৃষ্ণকালো মেঘের মাঝেই,
সৌদামিনীকে দেখি বার বার।