এক জন্ম থেকে অন্য জন্ম
        এক সরলরেখার দু'প্রান্তে দুটি বিন্দু।
তুমি আর আমি মুখোমুখি বসে
        লিখে যাবো আগামীর কবিতা।
টুপটাপ করে বৃষ্টিরা-
        খেলা করবে তোমার চোখের পাতায়‌।
তোমার ঠোঁট থেকে উষ্ণতা নিতে নিতে,
        উত্তপ্ত হব একটা সময়।
অবশেষে বৃষ্টিও যাবে থেমে,
        মাঝরাতের আকাশে তারাদের বন্যায়-
ভাসতে ভাসতে চলে যাবো অচিনপুরে।
        হাসি-কান্না সুখ -দুঃখ
মিলেমিশে যেখানে একাকার।
        সৃষ্টি সুখের উল্লাসে সেদিন যদি-
তোমায় হারিয়ে ফেলি,
        তবে তোমার পদচিহ্ন আর
পদ্মগন্ধা গায়ের গন্ধ ধরে
         পৌঁছে যাব তোমার ঠিকানায়।
তুমি বলবে 'কিগো প্রিয়া বিহনে থাকলে কই ?'
         আমি বলব ছিলাম, তবে কয়েক মুহূর্ত।