প্রতীক্ষার সময
বিশ্বজিৎ দাস (ময়ূর)
প্রতীক্ষার সময় এখন,
তাই প্রতীক্ষায় আছি।
জানি তুমি কাছে এসে
বলবে আমায় "তোমায় ভালোবাসি।"
তাই প্রতীক্ষাতেই আজো আমি
ঘরেতেই থাকি।
কবে তুমি আসবে শুধু
মনে মনে ভাবি।
সত্যি যেদিন আসবে তুমি
ধন্য হবো আমি!
তোমায় কাছে পেয়ে আমি
বলবো কতো কাহিনী।