আমাকে বৃষ্টি হতে দাও।


উত্তপ্ত ভূমিক্ষেত্র...
তাপিত চোরা প্রবাহ...
এসবের মাঝেই উদাসীন সমাজ।


প্রতিদিনই অসংখ্য ভুলের জন্ম হচ্ছে
প্রবুদ্ধ স্বপ্নের মিছিলে ।
নির্বিবাদে জ্বলতে থাকা ধূপকাঠিটাও
ধোঁয়ার সাথেই দিগন্তে মিলিয়ে যায়।।


শয়তানির প্রলম্বন...
অস্বচ্ছ দ্রবণে ঘুরপাক খায়,আর
অট্টহাসিতে অবজ্ঞা করে ধ্বংসকে ।


আমি নিরপেক্ষ হয়ে থাকতে পারব না।
তুমিই বলে দাও
ভালো বা মন্দ কোনটা বেছে নেব ?
অথবা,


আমাকে বৃষ্টি হতে দাও ।।