আকাশকে অনেকটাই পেরিয়ে এলাম ।
খানিকটা রৌদ্র
আর ছায়ার পথ মাড়িয়ে ।
বাধ সাধছে মেঘলা দিনের
সুনীল ক্লান্তি ।


তবুও পেরিয়ে যাওয়ার,
ধূসর পথটাকে,
সাদা কালোর মাঝ দিয়ে ।
কর্তব্যের ভীড় -
তবুও অসহ্য অস্বস্তি
গ্রাস করেছে ভালোবাসার বুনন।
নিঃস্বার্থ ভালোবাসা নিঃসঙ্গ তাই
ভালো-বাসার প্রতীক্ষায় ।


উন্মত্ত সময়ের কালো দিনগুলি
শিয়রে এসে সর্বহারার কান্না শোনায়
বিষের বাঁশির মতো ।
যান্ত্রিক সভ্যতার ভয়ার্ত পরিসমাপ্তি
অথবা শহীদের রক্তঋণ,
ভাবিয়ে তোলে ।


তীব্র তপস্যায় খুলে ফেলেছি
দু'চোখের রঙীন চশমা,
সূর্য হবার তীব্র বাসনায় ।
নিঃসঙ্গ আকাশ তবু
বলাকা খুঁজে ফেরে ।


আকাশকে অনেকটাই পেরিয়ে এলাম...
খানিকটা রৌদ্র
আর ছায়ার পথ মাড়িয়ে ।।
             _______