নিষ্ঠুর ঘাতকের হিংস্র ছুরি
এফোঁড়-ওফোঁড় করেছে তার তলপেট ।
দুঃসাহসী হয়ে দুর্বার তুফান
তুলতে চেয়েছিল সমাজের বুকে ।
দুর্ভাগ্য করেছে তার মাথা চিরতরে হেঁট !


অর্বাচীন শতকের অসম সামাজিক স্রোত,
রাষ্ট্রীয় সন্ত্রাস-পক্ষপাত-নৈরাজ্যবাদ,
লুন্ঠিত হচ্ছিল প্রতি পলে পুষ্প সৌরভ ।
এই অন্যায় মেনে নেয়নি সামাজিক দায়ে ।
মানবিকতার দায়ে শুধু করেছিল প্রতিবাদ ।


গলা উঁচু করেছিল কাল-শত্রুর বিরুদ্ধে ।
শত্রুরা তাই নিয়েছে চূড়ান্ত প্রতিশোধ ।
অহিংসা পরিপন্থীদের চিনিয়েছিল সে -
আধুনিক হিংস্রতার বলি হয়ে গেছে আজ,
কে জানে ছিল কিনা তার অপরাধ বোধ !!!


               _______