তোমার আমার শরীর মিশে গেছে
অর্ধনারীশ্বরের মতো ।


আসলে তোমার উত্তেজনার স্বাদ নিতে চাই,
অথবা অনুভূতির ।
ঢেউ খেলানো লেখচিত্রে
তোমার স্বপ্নের সারি,
মাথায় শিমুল ফুল গুঁজে !


অবিন্যস্ত পথ,
এলোমেলো যাত্রাপথ
তোমায় ঘিরে...
আমাকেও !


স্বপ্নগুলো নির্বাসনে যাক তবে,
বেঁচে থাকার অথবা বাঁচিয়ে রাখার ।
তীব্র স্রোত ধূলায় লুটিয়ে পড়ছে দেখো
অবিবেচক লেখনীর রায়ে ।
স্ববিরোধে অবরুদ্ধ আন্দোলন,
অথবা হয়ত ইচ্ছামৃত্যু...


কবিতার উপসংহারও বন্দী ঘেরাটোপে ।