বিজ্ঞান,তুমি দিয়েছ বেগ কেড়েছো আবেগ -
বাস্তবেতে এই কথাটা সত্য রূপেই দেখি ।
তোমার অসীম দানেই সভ্যতা আজ চলমান,
একথাটাও সর্বাগ্রে স্বীকার করে রাখি ।


অবিস্মরণীয় তোমার দানে বিশ্ব বিস্মিত ।
(কিন্তু) মানব মস্তিষ্কও পাবে কৃতিত্ব ।
তোমায় কাজে লাগিয়েই মানুষ আজ
করেছে গৌরব অর্জিত ।


বিজয় কেতন উড্ডীন আজ
সর্বস্থানে,শুধু তোমার জন্য ।
আজও মানুষ করছে কিছু আবিষ্কার
সভ্যতা ধ্বংসে যার ভূমিকা মান্য ।


তোমার আবিষ্কৃত যন্ত্র আজ মানুষকেও
করেছে যান্ত্রিকে পরিণত ।
মারণাস্ত্র সব তোমারই দান,তাই
সভ্যতা ক্রমে হচ্ছে পরাভূত !


বিজ্ঞান,তুমি পারো না আজ বেগ নিয়ে
আবেগ ফিরিয়ে দিতে ?
নব্য সভ্যতা গড়ে তুলতে সবুজের
সমারোহ, শ্যামলতা ফেরাতে ?


হিরোসীমা, নাগাসাকি হয়েছে ধ্বংস
তোমারই বৈজ্ঞানিক দানে,
বিজ্ঞান তুমি পারোনা আজ ফেরাতে
জীবন তার প্রাণে ?


বিজ্ঞান তুমি পারোনা আজ যোগের
যজ্ঞানলে দিতে আরতি ?
মৈত্রী আনার ঐক্যতানে আনতে
ফিরিয়ে মানবিক সংহতি ?
           _______