গোধূলীর গর্ভে বিলীয়মান ক্রমশ
ধূসর সময় ।
আর বিকেলের গালে চুঁইয়ে পড়ছে
প্রগতির লাভা ।
তপ্ত নিঃশ্বাসের উন্মত্ত আস্ফালন
সমুদ্রের জলে ঢেউ তোলে
দুর্বিনীত ভাবে ।


তোমার মরীচিকাকে ছুঁয়ে ফেলেছে
অক্লান্ত পথিক,
ধূলিঝড়ে বাঁধ মানেনা করুণ পিপাসা !


আরও মরীচিকা আছে কি তোমার
অন্তহীন জিজ্ঞাসার ঋজু পথে ?
না কি চক্রবুহ্যের প্রস্তুতি সংগোপনে ?


প্রাগৈতিহাসিক কলম খোঁজে সভ্যতার স্খলিত বসন-
কাঠের গুঁড়ির চাকায় করেই
রক্তগোলাপ ফোটাতে যাবে
সবুজ আন্দোলন ।।
        ___