আমাদের কোনও ছায়া নেই ।
অথচ আমাদের অবয়ব সূর্যোদয় আর সূর্যাস্তের
পরিসীমায় বেশ হেঁটে চলে বেড়ায় ;
অলিগলি,নদীর ধার, মখমল বীথি ;


অথচ তোমার মধ্যে আস্ত একটা যাত্রাপথ
আমার মধ্যে সুদীর্ঘ উপবাস...


অথচ তোমার মধ্যে স্বপ্নবিলাস,
আমার মধ্যে কিলবিল করে বিনিদ্র রজনী।


অথচ তোমার মধ্যে আলোর সূচনা,
আমার মধ্যে শীৎকার করে ফেরে আলোর যাত্রী।


অনেক সকাল হারিয়ে ফেলেছি তোমার ঠিকানায়।
অনেক ইচ্ছে নির্বাসিত তোমার অনিচ্ছায়।
এখন গোধূলি ডাক দিয়ে যায়
দিনান্তের সূচনা দিয়ে,
আবার নতুন সকালের বিলাসিতা !
না হয় থাক।


তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো!
আমাদের তো কোনও ছায়া নেই।।